Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিছু হলেই সাংবাদিকদের দারস্থ হয় বিএনপি-ঐক্যফ্রন্ট: কাদের

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৩ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৫২ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-ঐক্যফ্রন্টের রাজনীতি মিডিয়ায় আছে, ভোটের মাঠে নেই। তারা কিছু হলেই মিডিয়া ও সাংবাদিকদের দারস্থ হয়। জনসমর্থন নেই বলে তারা ভোটের মাঠে যেতে পারছে না।

শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) এর কবিরহাটের নবগ্রাম বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন।

কাদের বলেন, সাংবাদিক প্রশ্ন করেছে তিনি (ড. কামাল) বলেছেন কার টাকা খেয়েছো? সাংবাদিকদের যে তিনি অপমান করলেন এ প্রশ্নটা তো আপনি সাংবাদিকদের জিজ্ঞেস করলেন না। গাড়ির ওপর হামলা তো পরে। তিনি পুরোনো পাকিস্তানি ভাষা ব্যবহার করেছেন।

নিজ প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে কাদের বলেন, মওদুদ সাহেব বলেছিলেন- এক মাসের মধ্যে রাজনীতি চেহারা বদলে যাবে। কিন্তু আমরা কি দেখতেছি। কই কোনো চেহারাইতো বদল হলো না। মানুষ এখন ভোটের আমেজে আছে, ভোট উৎসবের অপেক্ষায় আছে।

মন্ত্রী আরও বলেন, বিএনপির লোকজন শীতের অতিথি মতো। এরা শীত আসলে আসে, শীত শেষে চলে যায়। ভোটের মাঠে এখন হাস্যরসে পরিণত হয়েছে, ধানের শীষেও এখন বিষে পরিণত হয়েছে।

Bootstrap Image Preview