Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির বলে 'নৌকা নৌকা' স্লোগান মুখোর সিলেট স্টেডিয়াম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৩:১৮ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে সিলেট স্টেডিয়ামের গ্যালারি কানায়-কানায় পূর্ণ। তবে দর্শকদের মুখে বাংলাদেশ-বাংলাদেশ ধ্বনির চেয়েও কানে বেজেছে একটি স্লোগান! নৌকা! নৌকা! আর এমনটি হচ্ছে অধিনায়ক মাশরাফির বোলিং এঁর সময়। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফির দাঁড়ানোর পর মাঠে নামলেই শোনা যায় এমন রাজনৈতিক স্লোগান! আগে যে মাশরাফি মাঠে নামলে ভক্তরা ম্যাশ ,ম্যাশ বলে গলা ফাটাতেন এখন সেই ভক্তরাই এই রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। বাংলাদেশে মাশরাফির খেলার চেয়েও এখন বড় ইস্যু তার সংসদ নির্বাচন। 

এর আগে চলতি মাসের ছয় তারিখে বিকেএসপির ৩ নম্বর মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ম্যাশ। সেই ম্যাচে বল ও ব্যাট হাতে দারুণ খেলেছেন তিনি। মাশরাফির এমন পারফম্যানে বিকেএসপির মাঠ ও মাঠের বাহিরে তাঁর রাজনৈতিক স্লোগানে ছিলো মুখোরিত।

এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ক্যারিয়ারের ২০০তম ম্যাচে তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ। এরপর পুরুস্কার নিতে আসলে গ্যালারিতে তাঁর রাজনৈতিক স্লোগানে মুখোরিত হয়ে যায়। কিন্তু এই বিষয়টা কিভাবে দেখছেন মাশরাফি? ম্যাচ শেষে তাঁর কাছে জানতে চাওয়া হয়। গ্যালারিতে বেশ কয়েকদিন  ধরেই আপনাকে নিয়ে একটি রাজনৈতিক স্লোগান হচ্ছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন,'আমার দেখার তো কিছু নাই।'

মাশরাফির এমন জবাবই বলে দিচ্ছে তিনি এই সব খুব একটা খেয়াল করেন না। খেলার মাঠে তাঁর লক্ষ্য থাকে প্রতিপক্ষে কিভাবে পরাজিত করা যায়। তাই কে বা কারা কি বললো তা নিয়ে বিন্দু মাত্র মাথা ঘামান না এই ওয়ানডে অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনো দুটি খেলা রয়েছে । এটি দুটি ম্যাচ খেলেই রাজনৈতিক প্রচারণায় নামবেন তিনি।

এদিকে শুক্রবার ছুটির দিন থাকায় ভোর থেকেই স্টেডিয়ামের বাইরে টিকিট কিনতে আসা ভক্তদের দীর্ঘ লাইন পড়ে। কিন্তু দীর্ঘসময় পরও দর্শকদের সেই আকাঙ্খার মাঝে বাঁধার দেয়াল হয়ে দাঁড়িয়েছে সোনার হরিণ টিকিট। বাড়তি মূল্য দিয়েও দর্শকরা পাচ্ছেন না টিকিট। তাই তো টিকিট কিনতে না পেরে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ফিরতে হচ্ছে টিকিট প্রত্যাশীরাদের। 

বাংলাদেশের সাথে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতে আজকের ম্যাচে সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত করেছে। ফলে দু’দলের কাছে এই ম্যচটি হয়ে ওঠেছে সিরিজ জয়ের মিশন।

এদিকে শুক্রবার টেস্ট, টি২০-র পর আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের। সাড়ে ১৮ হাজার ধারণ ক্ষমতার এই নয়নাভিরাম স্টেডিয়াম আজ পা রাখছে একদিনের ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে।

টিকিটের জন্য দর্শকরা ধরনা দিচ্ছেন বিভিন্ন স্থানে। যদিও  বুধবার রাতে এটি জানাজানি হলে দর্শকরা তীব্র শীত উপেক্ষা করে স্টেডিয়াম কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ১৭ মার্চ।বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এরপর এই স্টেডিয়ামে ছয়টি টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মাত্র একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

এ বছর ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি ২০ অভিষেক হয় বাংলাদেশের। ম্যাচে ৭৫ রানে হেরে যায় টাইগাররা।

সিলেট ভেন্যুর টেস্ট অভিষেক হয় নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি খেলে বাংলাদেশ। সিলেটের অভিষেক টি ২০ ও টেস্ট কোনোটিই জয় দিয়ে রাঙাতে পারেনি টাইগাররা।

তাই সিলেট ক্রিকেট স্টেডিয়ামে আজকের ওয়ানডে ম্যাচটি জয়ে মাশরাফি-বাহিনী শেষ করবে এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের।টিম টাইগারাও চায় শেষ ওয়ানডে জয়ের মাধ্যমে সিরিজ জয়ের ফয়সালা করতে।

Bootstrap Image Preview