Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:৪৭ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:৪৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ষড়যন্ত্রে বুদ্ধিজীবীদের নৃশংসভাবে নারকীয় হত্যা চালানো হয় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর। আর আজ সেই ১৪ ডিসেম্বর, বুদ্ধিজীবী দিবস। সারা দেশের ন্যায় দিবসটি পালন করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের উপজেলা প্রশাসন, বসুরহাট পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  

এদিকে আজ শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা নিশ্চিত জেনে ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশ থেকে মেধাশূন্য করতে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয় তা অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে শহীদদের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি বর্তমান প্রজন্মকে এ ইতিহাস জেনে দেশপ্রেমের মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

Bootstrap Image Preview