Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:১০ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:১০ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, ১০টি দেশীয় ও একটি বিদেশি অস্ত্র এবং ২৪টি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম জালাল ইউছুপ বাহাদুর (৩২)। সে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়ার খলিলুর রহমানের ছেলে। বাহাদুর  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বাহাদুরকে আটকের পর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযানে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাহাদুরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, টেকনাফ থানার এসআই শরিফুল ইসলাম, এসআই ফারুকজামান, কনস্টেবল রুবেল, মহিউদ্দিন ও ইব্রাহীম। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত বাহাদুরের বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা রয়েছে বলে জানান ওসি।

Bootstrap Image Preview