Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটে সিরিজ জয়ের লড়াইয়ে মাশরাফির একাদশে যারা থাকছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:২৬ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের  ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে। সেই সাথে দেশের মাটিতে এটিই হতে পারে মাশরাফির শেষ ওয়ানডে। শুধু তাই নয়, সিলেটের মাটিতে এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেকের দুটি ম্যাচেই হেরেছে টাইগাররা।তাই সব মিলিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ বাঁচা মরার এই লড়াইয়ের ম্যাচের গুরুত্বের যেন শেষ নেই। তাই সবার ভাবনা এখন টাইগার একাদশের দিকে। কেমন হবে মাশরাফি একাদশ?  

টাইগার একাদশে দুটি পরিবর্তনের আশা করা যাচ্ছে। প্রথমত গত দুই ম্যাচে ব্যাট হাতে নিজের নামের সুবিচার করতে পারেননি ইমরুল কায়েস। দুই ইনিংসে তাঁর স্কোর ৪ রান।সৌম্য ২৫ রান। প্রথম ওয়ানডেতে ৪১ ও পরেরটিতে ৮ রান করা লিটন সৌম্য-ইমরুলের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন। তবে তিনজনেরই এখন একাদশে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় থাকার কথা।

 সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইঙ্গিত দিয়ে রাখলেন, কাল ব্যাটিংয়ে অবশ্যই কিছু পরিবর্তন আসছে, ‘অনেক কিছুই হতে পারে। পরিবর্তন আসলেও আসতে পারে। সবার এটা নিয়ে চিন্তা আছে।’

ক্যাপ্টেনের এমন কথার প্রেক্ষিতে বুঝা যাচ্ছে সৌম্য ও লিটনের খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে টুয়েলভ ম্যাচের চিয়ারে বসে থাকতে পারেন ইমরুল। 

এছাড়াও রিবর্তন আসতে পারে বোলিংয়েও। সেই ক্ষেত্রে রুবেল হোসেনের জায়গায় দেখা যেতে পারে সাইফউদ্দিনকে। কিন্তু তিন পেসার, দুই স্পিনার সমন্বয়ে পরিবর্তন আনতে তিনি আগ্রহী নন ক্যাপ্টেন ম্যাশ, ‘আপনি যদি প্রথম ম্যাচ দেখেন পেস বোলারদের অবদান সবচেয়ে বেশি ছিল। অবশ্যই স্পিন আমাদের শুরুতে অনেক কিছু ঠিক করে দিয়েছে। পেস বোলিংয়ে এমন কোনো বাজে অবস্থা হয়নি যে বলব সে কারণে হেরেছি। বরং জিতেছি পেস বোলিংয়ে নির্ভর করেই।’

টাইগারদের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল -হাসান , সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ,মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মাশরাফি বিন মর্তুজা( অধিনায়ক)।

Bootstrap Image Preview