Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯ স্কুলছাত্রকে পেটাল প্রধান শিক্ষক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবিতে দশম শ্রেণির ৯ জন ছাত্রকে বেত ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাদ্দেস আলী ও সহকারী শিক্ষক মুরশিদ আলমসহ একাধিক শিক্ষককের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাকিমপুর কৈজুরী বিএনআর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ দিকে ঘটনার পর থেকে অভিভাবক মহলে দেখা দিয়েছে টানা ক্ষোভ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত শিক্ষার্থীরা হলেন- বিপ্লব হোসেন, মিলন চৌধুরী, ইশা চৌধুরী, আল আমিন, মোনয়ার, খাতিব ইসলাম, আবু সালেহ, আরাফাত ও মুছা।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল বলেন, শিক্ষার্থীরা আমার কাছে এসে অভিযোগ করলে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং আমি আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করানোর পরামর্শ প্রদান করি। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করি।

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে অতিরিক্ত ক্লাশ করার সময় মেয়েদের কে বা কাহারা ঢিল ছুরেছে তা আমরা কেউ বলতে পারি না। এরই জের ধরে আমাদেরকে প্রধান শিক্ষক ডেকে নিয়ে গিয়ে রুমে সভাপতির নির্দেশে আমাদের বেধরক মারধর করে। আমরা এর বিচার চাই।

তবে এসব কথা অস্বীকার করে বিদ্যালয় কমিটির সভাপতি আ: রহমান বলেন, কয়েকদিন থেকে অতিরিক্ত ক্লাশ চালাকালীন সময়ে ছাত্রীদের ঢিল ছুরে ছাত্রীদের বিরক্ত করছে। সে কারণে তাদেরকে একটু শাসন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ জানান, খবর পেয়ে আমি আহত শিক্ষার্থীদেরকে হাসপাতালে দেখতে গিয়েছি। তদন্ত শেষে শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

আহত শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, যদি আমাদের ছেলেরা অপরাধ করে তাহলে আমাদেরকে কেন জানানো হলনা। আমাদেরকে না জানিয়ে তারা অন্যায় ভাবে আমাদের ছেলেদের মারধর করেছে আমরা এর বিচার চাই। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলার প্রুস্তুতি চলছে বলেও অভিভাবকরা জানায়।

Bootstrap Image Preview