Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রচারণায় নেমে মাটিতে লুটিয়ে পড়লেন জাফরুল্লাহ চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৫২ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ঐক্যফ্রন্ট নেতা এবং গণস্বাস্থের কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। তাকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ধানের শীষের পক্ষে বন্দরবাজারের মধুবন সুপার মার্কেটের সামনে প্রচারণা চালানোর সময় অসুস্থ হয়ে পড়েন ড. জাফরুল্লাহ। রক্তচাপ কমে যাওয়ায় দুর্বল হয়ে পরার কারণে তিনি মাটিতে পড়ে যান বলে জানা গেছে।

জানা গেছে, নগরের বন্দর বাজারের করিমউল্লাহ মার্কেটের সামনে থেকে আজ সকাল ১০টার দিকে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা টাস্ট্রি ডা. জাফরুল্লাহ, জেএসডির সভাপতি আ.স.ম রব, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী আবদুল মোক্তাদির প্রচারণায় বের হন। তারা কোর্টপয়েন্টের মধুবন সুপার মার্কেটের সামনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর কিছুক্ষণ পরই ডা. জাফরুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কায়েস চৌধুরী জানান, খন্দকার মুক্তাদিরের পক্ষে সকালে প্রচারণা চালানোর সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন ডা. জাফরুল্লাহ। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় জাফরুল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

কায়েস আরও জানান, ‘চিকিৎসকরা জানিয়েছেন রক্তচাপ কমে যাওয়ায় দুর্বল হয়ে পরার কারণে তিনি মাটিতে পড়ে যান।’

Bootstrap Image Preview