Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরা-১: ত্রিমুখী লড়াইয়ে ৩ দল

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৫ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৫ PM

bdmorning Image Preview


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্টের একক প্রার্থী থাকলেও মহাজোটের রয়েছে একাধিক প্রার্থী। তবে এ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে ত্রিমুখি লড়াই হবে বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা।

এ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিন হেভিওয়েট প্রার্থী এবং নির্বাচনী প্রচার প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন।

এখানে মহাজোটের প্রার্থী হিসাবে আবারো মনোনয়ন পেয়েছেন ওর্য়ার্কাস পার্টির অ্যাডঃ মুস্তফা লুৎফুলাহ। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে নির্বাচিত হন।

এ ছাড়া এ আসনে মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন সাবেক প্রতিমন্ত্রী জাপা নেতা সৈয়দ দিদার বখত।

এখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ.এফ.এম আসাদুল হক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আব্দুর রশিদ ও বামগণতান্ত্রিক জোটের আজিজুর রহমান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এর ফলে এখানে মহাজোটের ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে। আর এই সুযোগে বিএনপি প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশী বলেই মন্তব্য করেছেন সাধারণ ভোটাররা।

এ দিকে, এখানে তিন জনই হেভিওয়েট প্রার্থী হওয়ায় ত্রিমুখি লড়াই হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছেন সুশিল সমাজের প্রতিনিধিরা।

বিএনপির একক প্রার্থী হওয়ায় এবং মহাজোটের একাধিক প্রার্থী থাকায় নির্বাচনে জয়লাভ কে করবেন তা নিয়ে অংক কষছেন সাধারণ ভোটাররা ও নির্বাচন বিশেষজ্ঞরা।

এ আসনে মোট ভোটার ৪,২২,৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১০,৭১৫ জন এবং মহিলা ভোটার ২,১২,১৮৩ জন।

Bootstrap Image Preview