Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্ষমতায় আসলে ফরিদপুরকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৫২ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৫২ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে আওয়ামী লীগ সরকার গত দু'দফায় বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। এবার জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ফরিদপুরের কোমরপুরে পথসভায় প্রধান অতিথির ভাষণে আওয়ামী লীগ সভনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসলে ফরিদপুরকে বিভাগ করাসহ দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্বাধীনতা বিরোধী চক্র ও আগুন সন্ত্রাসীদেরকে বর্জনের করতে হবে। তারা যেন ক্ষমতায় না আসতে পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। পরে তিনি ফরিদপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে পরিচিত করিয়ে দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা, ফরিদপুর সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএন মোজাম্মেল হক, বাহারউদ্দিন নাছিম, আহম্মেদ হোসেন, যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, কৃষকলীগের কেন্দ্রী সহ-সভাপতি আরিফুর রহমান দোলন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ। 

 

Bootstrap Image Preview