Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নুরুল ইসলাম বিএসসি ও তার স্ত্রীর পা ছুঁয়ে নওফেলের সালাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৯ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা নূরুল ইসলাম বিএসসিকে পাশে পেয়েছেন চট্টগ্রাম-৯ আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশীতে বিএসসির বাসায় যান নওফেল। সেখানে বিএসসি ও তার স্ত্রী সানোয়ারা ইসলামের পায়ে হাত দিয়ে সালাম করেন নওফেল। তাদের দোয়া ও সহায়তা চান নওফেল। প্রায় ২০ মিনিট সেই বাসায় অবস্থান করেন তিনি। এ সময় নওফেল বিএসসি পরিবারের সঙ্গে নাশতা করেন।

সেখানে উপস্থিত নগর আওয়ামী লীগের এক নেতা জানান, নওফেল দোয়া চাইলে বিএসসি বলেন, ‘তুমি আমার ছেলের মতো। নেত্রী তোমাকে নমিনেশন দিয়েছেন। অবশ্যই তোমার জন্য কাজ করব। আমি এরমধ্যেই সবাইকে বলে দিয়েছি। আমি বাকলিয়ায় অনেক কাজ করেছি। সেখানে আমার ভোট আছে। আমি বাকলিয়ার ভোট যাতে নৌকায় আসে, তার জন্য সর্বশক্তি নিয়ে কাজ করব।’

বাসায় কুশল ও নাশতা করার পর নুরুল ইসলাম বিএসসিকে নিয়ে নগরীর গণি বেকারির মোড়ে মিসকিন শাহর মাজারে আসেন নওফেল। জিয়ারত শেষে তারা আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ২০০৮ সালের নির্বাচনে জিতে সংসদ সদস্য হয়েছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম বিএসসি। প্রবীণ এই রাজনীতিক ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন পাননি। আসনটি ছেড়ে দেওয়া হয় জাতীয় পার্টিকে।

তবে টেকনোক্র্যাট কোটায় বিএসসিকে মন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। নির্বাচনকালীন সরকারে এসে বিএসসিসহ চারজন টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

Bootstrap Image Preview