Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আদিবাসীদের আগলে রাখার অঙ্গীকার ফারুকের

গোদাগাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৯ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে আদিবাসী-সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হন। কিন্তু আওয়ামী লীগ তাদের সুরক্ষা দেয়। এবারো আদিবাসীদের আগলে রাখার অঙ্গিকার করেছেন ফারুক চৌধুরী।

জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এবারো এই আসনে নৌকা প্রতীকে প্রার্থী। বুধবার (১২ ডিসেম্বর) তিনি তানোর উপজেলার আদিবাসীদের সাথে মতবিনিময় করেন।

ফারুক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার এক দশকে দেশে সংখালঘু-আদিবাসীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তাদের জীবনমানের ব্যাপক উন্নয়ন হয়েছে। আদিবাসীরা আওয়ামী লীগকে ভালোবেসেন। তাদের মার্কা নৌকা। আওয়ামী লীগ আদিবাসীদের সাথে আছে, থাকবে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ফারুক চৌধুরী আরো বলেন, নৌকায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে উন্নয়ন হবে। আর বিএনপি ক্ষমতায় গেলে ছড়াবে জঙ্গিবাদ। আমরা দেশে জঙ্গিবাদ চাইনা, তালেবান রাষ্ট্র চাইনা। আমরা উন্নয়নের রাষ্ট্র চাই। কাজেই সিদ্ধান্ত নিতে আপনাদেরই।

সভায় বক্তব্য রাখেন- আদিবাসী নেতা কামেল মার্ডী, নগেন মধু, বাবু লাল, ৩ নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শশি রানী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শরিফ তুহিন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, তানোর উপজেলা যুবলীগ সভাপতি ও কলমা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সম্পাদক জুবাইর ইসলাম।

Bootstrap Image Preview