Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৭:২০ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৭:২০ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রক্ষাগোলা নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

এই মতবিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য হলো উপজেলা পরিষদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের অধিকার অর্জন, অভিগম্যতা ও সম্পৃক্ততা বৃদ্ধি করা, ইউনিয়ন পরিষদের সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের সুসম্পর্ক বৃদ্ধি করা, উপজেলা প্রশাসন যেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে নাগরিক সেবা ও অধিকার প্রদানে আরো বেশি বেশি এবং যৌক্তিকভাবে এগিয়ে আসেন সে বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত করা। 

এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি প্রসেন এক্কা। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: ইসহাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার আলী, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী নিরাবুল ইসলাম নিরব, মনিটরিং অফিসার সাহাবুদ্দিন সিহাব ও ডকোমেন্ট অফিসার প্রদীপ মার্ডী । সভাটি পরিচালনা করেন সিসিবিভিওর প্রশিক্ষন কর্মকর্তা মাহাবুব জামান তপন।

মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মধ্য থেকে মতামত দেন ঝর্না লাকড়া, শ্রীদেবী তিগ্যা, মানিক এক্কা, বিমল তির্কী, সীমা বারোয়ার, সুমিত্রা পান্না, মতিলাল কুজুর,অভিলাল টপ্য, রঘুনাথ পাহাড়িয়া, গজেন সরেন, ভবেশ লাকড়া, সুদক্ষন টপ্য , নিরন্জন কুজুরসহ অনেকে। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ন্যায় বিচার-শালিসসহ তাদের এলাকার রাস্তাা-ঘাট সংস্কার, বয়স্ক ভাতা, দুঃস্থমাতা ভাতা, ভিজিএফ /ভিজিডি সহায়তা, আদিবাসী কবরস্থান ও শশান সংরক্ষণ, খাস জমি বন্দোবস্ত প্রদানে সহায়তা, বিশুদ্ধ পানীয় জলের জন্য নলকুপ প্রদান, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন প্রাপ্তিতে সহায়তা ইত্যাদি দাবী উপজেলা প্রশাসনের উপস্থিত কর্মকর্তাবৃন্দের নিকট উপস্থাপন করেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে জনগণের দাবির প্রতি সমর্থনসহ পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য যে, বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল, উরাঁও, পাহাড়িয়া, মুন্ডারী, রায়, রাজোয়াড়, মুরারীসহ প্রায় ৩৩টি জনজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর খাদ্য দারিদ্র্যসহ অন্যান্য দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সিসিবিভিও উদ্ভাবিত রক্ষাগোলা উন্নয়ন মডেলটি অনুসরণ করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন দেওপাড়া, গোগ্রাম ও মোহনপুর ইউনিয়নের ৩০টি গ্রামের জনগণের উন্নয়নের জন্য রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা প্রকল্পটি বাস্তবায়ন করছে। সিসিবিভিও পরিচালিত এই উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে- ক্ষুদ্র নৃগোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনকে শক্তিশালী করা- রক্ষাগোলার মাধ্যমে স্ব-নির্ভর খাদ্য নিরাপত্তা বিধান করা- ঐতিহ্যবাহী সংস্কৃতিক জ্ঞান-দক্ষতাকে কাজে লাগিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে সংরক্ষণ করা এবং স্থানীয় সম্পদ ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠান সমূহে অভিগম্যতা ও সম্পৃক্ততা বৃদ্ধি করা। 

Bootstrap Image Preview