Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`সরকারের প্রতি জনগণের আস্থা দেখে বিএনপি ভীত হয়ে গেছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৭:১৪ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৭:১৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা দেখে বিএনপি ভীত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে উন্নয়নের ধারা চালু করেছেন তা অব্যাহত রাখার জন্য মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা করছি। আমরা জনগণকে জানাবো বাংলাদেশে কী উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আখাউড়ায় নির্বাচনের আনুষ্ঠানিক গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

বিরোধী পক্ষকে হুঁশিয়ার করে দিয়ে মন্ত্রী বলেন, নির্বাচনের মাঠে ফাউল করলে জনগণ এর জবাব দেবে। নির্বাচন বানচাল করার জন্যে তারা (বিএনপি) নানা অজুহাত খাড়া করানোর চেষ্টা করছে। সকলের কাছে আমার অনুরোধ, তাদের এই মিথ্যাচারে কেউ কান দেবেন না।

তিনি আরও বলেন, কেউ যদি বিশৃঙ্খলা ও বিঘ্ন সৃষ্টির চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী সেই অপরাধ রোধে সর্বাত্মক চেষ্টা করবে। ভোট দেবেন জনগণ। আজকেই আমি যদি বলি জয়ের ব্যাপারে আশাবাদী তাহলে সেটা ‘ইমম্যাচিউর’ হয়ে যাবে। জনগণের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে, আশা করি তারা যখন ভোটাধিকার প্রয়োগ করবেন তখন সেটা আমার পক্ষেই করবেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির একটা অর্থ হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি। তারা নালিশ, অভিযোগ আর মিথ্যাচারের ওপর ভিত্তি করে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমার মনে হয় জনগণ সেটার জবাব দিয়ে দিচ্ছে।

বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন স্থানে সংঘর্ষের ব্যাপারে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তারা মনোনয়ন দেওয়ার সময় বাণিজ্য করেছে। সেই বাণিজ্যের প্রতিফলন তারা এখন দেখছে। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, মো. সেলিম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগ সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, সহ সভাপতি আশিকুর রহমান নাঈম, সৈয়দ যুবরাজ শাহ।

Bootstrap Image Preview