Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত এসআই'র মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৩ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৩ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান (৪৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশের নিহত রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুলাইদ গ্রামের আব্দুল হালিমের ছেলে।

গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম ও মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, প্রায় দেড় মাস আগে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান শ্রীপুর মডেল থানায় যোগদান করেন। রবিবার রাতে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা থেকে গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকায় স্পেশাল নাইট ডিউটি’তে ছিলেন। মহাসড়কে টহল কালে রবিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে পুলিশ সদস্যদের বহনকারী লেগুনাটি গড়গড়িয়া মাষ্টারবাড়ী হতে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে লেগুনাটি মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে নোমান উইভিং কারখানার সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় লেগুনাটি ময়মনসিংহগামী লেনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে এসআই আব্দুর রহমান গুরুতর আহত হয় এবং লেগুনার সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। আহত আব্দুর রহমানকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে এসআই আব্দুর রহমান মারা যান।

Bootstrap Image Preview