Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেঞ্চুরি হলো পাঁচ টাইগারের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০১:০৭ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০১:১১ PM

bdmorning Image Preview


উপরের হেড লাইন পড়ে থমকে যেতে পারেন! ভাবতে পারেন  এক সঙ্গে এই পাঁচ তারকা সেঞ্চুরি করলো নাকি? আসলে বিষয়টা সেই রকম না হলেও অনেক আকর্ষনীয় কিন্তু।হ্যাঁ, এই মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহ এই পাঁচ টাইগার এক সাথে খেলে ফেললেন আন্তর্জাতিক ক্রিকেটে শততম ম্যাচ।

তিন ফর্মেটে এই পঞ্চপাণ্ডব ওয়ানডে খেলেছেন ৬৯ টি, টি-টোয়েন্টি খেলেছেন ২৯টি ও ১টি টেস্ট খেলেছেন।সব মিলিয়ে আজ ম্যাচ সহ তাদের আন্তর্জাতিক ক্রিকেটে হয়ে গেল সেঞ্চুরি।

এই পঞ্চপাণ্ডবের পথ চলা শুরু হয়েছে ২০০৭ সাল থেকে । সেই বার শ্রীলংকার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে  অভিষেক হয় । সেই থেকে এখনো পর্যন্ত এই পাঁচ টাইগার দাপিয়ে- কাপিয়ে বেড়াচ্ছেন দেশ  ও দেশের বাহিরে। ক্রিকেট বিশ্বে তাঁরা এখন শক্তিশালী খেলোয়াড়।

এর আগে গত ম্যাচে মাশরাফি দেশের প্রথম খেলোয়াড় হিসাবে ক্যারিয়ারের দু'শো টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।  সেই ম্যাচের এক দিন পরেই আজ পাঁচ জন মিলে সেঞ্চুরির ম্যাচটাও খেলে ফেললেন।
 

Bootstrap Image Preview