Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়িয়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫ PM

bdmorning Image Preview


শরীয়তপুর প্রতিনিধিঃ

ভেজালবিরোধী অভিযান চালিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রবিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘরিষার বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সুজন কাজি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইউসুফ হোসেন ও শরীয়তপুর জেলা পুলিশ।

জীবন রক্ষাকারী মেয়াদউত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি করায় এবং ঘড়িষার আধুনিক হাসপাতালকে নিয়মের বাইরে পরীক্ষা নিরীক্ষার জন্য বেশি টাকা রাখার প্রমাণ পাওয়ায় ৫০০০ টাকা এবং ঘড়িষার সেন্ট্রাল হসপিটালকে মেয়াদ উত্তির্ন ঔষধ রাখায় ৪৫ এবং ৫১ ধারায় ৬০০০ টাকা জড়িমানা করা হয়।

এ ছাড়াও ঘড়িষার মিস্টির দোকানদার শুনীল পালকে অস্বাস্থকর পরিবেশে মিস্টি তৈরী করায় এবং রাখায় ৪৩ ও ৪৬ ধারায় ৮০০০ টাকা এবং মিস্টির দোকান খোকন ঘোষকে অস্বাস্থকর পরিবেশে মিস্টি তৈরী এবং রাখায় তাকে ৩৮ ধারায় ১০০০ টাকা জড়িমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র জানায়, শরীয়তপুর জেলা কার্যালয়ের নিয়মিত তদারকি ও অভিযানের অংশ হিসেবে ৯ ডিসেম্বর রবিবার নড়িয়া উপজেলার ঘরিসার বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা।

অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview