Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোকোর স্ত্রীর কারণে পড়লেন মিলন, সাঈদীপুত্র পেলেন ধানের শীষের টিকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের সুপারিশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে বাদ দিয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাররফ হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে।

মোশাররফ হোসেনকে মনোনয়ন দেয়ায় মিলনের সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের ভাষ্য, মালয়েশিয়া প্রবাসী মোশাররফ হোসেন এলাকায় অপরিচিত। এলাকার রাজনীতিতে কখনো দেখা যায়নি তাকে। মালয়েশিয়াতে ব্যবসা করেন। থাকেনও সেখানে। মনোনয়নবঞ্চিত মিলনের সমর্থক ও নেতাকর্মীরা দলের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।

শুক্রবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার পরপরই মিলনের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। শনিবার দুপুরে তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

এ সময় তারা মিলনের পক্ষে এবং দলীয় সিদ্ধান্তের বিপক্ষে স্লোগান দিতে থাকেন। পরে চাঁদপুর-১ আসনে দলের প্রার্থী পরিবর্তনে ১২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে তালা খুলে দেন। বিক্ষোভরত কর্মীদের মধ্যে চাঁদপুরের কচুয়া থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন।

তাদের অভিযোগ, এহছানুল হক মিলনের জায়গায় চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন দেওয়া মোশাররফ হোসেনকে এলাকায় কেউ চেনেন না। সারা জীবন তিনি মালয়েশিয়ায় ছিলেন। অন্যদিকে এহছানুল হক মিলন পাঁচ বছর দেশের বাইরে থাকলেও তার সঙ্গে এলাকার মানুষের নিয়মিত যোগাযোগ ছিল। এখনো তিনি কারাগারে আছেন, তার ত্যাগকে মূল্যায়ন করা হয়নি।

এদিকে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০ দলীয় জোট থেকে ধানের শীষের নির্বাচনী টিকিট পেয়েছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর-সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে লড়বেন জামায়াতের সাবেক নায়েবে আমির ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত মাওলানা সাঈদীর ছেলে শামীম।

এর আগে এ আসনটিতে শামীম সাঈদীসহ বিএনপি নেতা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে বিএনপি জোট থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু দেনদরবারের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে শামীম সাঈদীকে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।

যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন দণ্ডিত হয়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী এখন কারাবন্দি। সাঈদীর সেজ ছেলে মাসুদ সাঈদী ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান।

উল্লেখ্য, পিরোজপুর-১ আসনটিতে ১৯৯১ সালে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রয়াত সুধাংশু শেখর হালদার। ৯৬ সালে তাকে হারিয়ে জয়ী হন জামায়াতের দেলাওয়ার হোসাইন সাঈদী। ২০০১ সালেও আসনটিতে জয়ী হন সাঈদী।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি একেএমএ আউয়াল তাকে পরাজিত করেন।

এবার সেই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।

Bootstrap Image Preview