Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়িতাদের সংবর্ধনার মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হল রোকেয়া দিবস

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ PM

bdmorning Image Preview


আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৮তম জন্ম এবং ৮৬তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে ঢাকা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

এদিকে বর্নাঢ্য র‍্যালি , আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনার মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে রোকেয়া দিবস-২০১৮। 

দিবসটি পালন উপলক্ষে রবিবার বেলা দশটায় কলাপাড়া উপজেলা প্রশাসন দরবার হলে চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ জয়িতাদের সংবর্ধনা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা- আস্থা প্রকল্প, সুশীলন। 

কলাপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিবষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার। সুশীলনের কেইস ম্যানেজার নাজমা আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিলবিম জাহান, মোস্তফা কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তারসহ সংবর্ধিত জয়িতারা।

Bootstrap Image Preview