Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে হানাদার মুক্ত দিবসের বর্ণাঢ্য র‍্যালি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০১:০৫ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০১:০৫ PM

bdmorning Image Preview


আজ ৭ ডিসেম্বর, কোম্পানীগঞ্জ হানাদার মুক্ত দিবস। পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ১৯৭১ সালের এই দিনে বিজয়ের আনন্দে ফেটে পড়ে কোম্পানীগঞ্জের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। ডেপুটি কমান্ডার খীজির হায়াত খানের নেতৃত্বে রাজাকার ক্যাম্প ঘেরাও করলে, রাজাকার কমান্ডার আক্তারুজ্জামানের নেতৃত্বে মিলিটারি ও রাজাকাররা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পন করে এবং কোম্পানীগঞ্জ হানাদার মুক্ত হয়।

দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ১১ টায় বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। 

র‍্যালি শেষে উপজেলা মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার খীজির হায়াত খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন, বসুরহাট পৌরমেয়র আব্দুল কাদের মির্জা, মুক্তিযুদ্ধকালীন এফ এফ কমান্ডার নুর নবী, মুক্তিযোদ্ধা আবু নাছের, সাবেক উপ-কমান্ডার আজিজুল হক, মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার হাজী আবুল খায়ের প্রমূখ।

এসময় বক্তারা মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন।  

Bootstrap Image Preview