Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, মে ২০১৯ | ১০ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ভুলত্রুটি ক্ষমার চোখে দেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গোলাপগঞ্জ তথা সারা দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছে। আমি আপনাদের কর্মী হয়ে কাজ করে যাচ্ছি। আমি আশা করছি বিগত সময়ের ভুলত্রুটি ক্ষমার চোখে দেখে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাবেন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঢাকাদক্ষিন ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, বিগত সময়ে চেয়ে বর্তমান সরকার ইসলামের কথা চিন্তা করে দেশে মাদ্রাসা শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে। এ জন্য কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসকে মাষ্টার্স এর সমমর্যাদা প্রদান করেছে৷

অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর আহমদের সভাপতিত্বে ও নাহিয়ান আহমদ শিপলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকাদক্ষিন ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, আব্দুল আজিজ গুলই, নিজাম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন, আওয়ামীলীগ নেতা এনামুল হক রুহেল, সিলেট মহানগর সেচ্চাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ প্রমুখ।

Bootstrap Image Preview