Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে নানা উপকরণ বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৭ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় স্বপ্নসেবা সংগঠন নামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহম্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত রেহানা।

স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, অত্র সংগঠনের উপদেষ্টা ও ব্যবসায়ী আব্দুর জলিল, ব্যবসায়ী আব্দুস সামাদ, সাহেব আলী, স্বপ্নসেবা সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, দৃষ্টি প্রতিবন্ধী বাবু মিয়া ও স্বপ্নসেবা সংগঠনের সদস্য সোহেল রানা।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রত্যেক প্রতিবন্ধীর হাতে একটি কম্বল, একটি লাঠি ও নগদ ১০০ টাকা করে তুলে দেন।

Bootstrap Image Preview