Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নিরপেক্ষতা আপেক্ষিক, প্রতিটি আপিল মেরিট অনুযায়ী দেখা হবে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৫:১৬ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৫:১৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, শুনানিতে আমরা যা কিছু করব, তা আইনানুগভাবেই করতে হবে। প্রতিটি কেস (আপিল) মেরিট অনুযায়ী দেখা হবে। কমিশন সব ব্যাপারেই একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

সোমবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল দাখিল কার্যক্রম পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, নিরপেক্ষতা আপেক্ষিক। কোন কোন ক্ষেত্রে একজন সাজাপ্রাপ্ত হন, পরে আবার তিনি খালাসও পান। সেক্ষেত্রে আমি বলব, ন্যায়বিচার বিষয়টি পুরোপুরি আপেক্ষিক।

উদ্দেশ্যমূলকভাবে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কি না এবং আপিলে কমিশন নিরপেক্ষতার পরিচয় দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- যারা আপিল করেছেন বা করছেন, শুনানিতে তারা তাদের তথ্যগুলো উপস্থাপন করবেন। এ বিষয়ে ব্যক্তিগত কোন অভিমত নেই।

প্রসঙ্গত, ২ ডিসেম্বর ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৫ ডিসেম্বর) আপিল দায়েরের শেষ সময়। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আপিল নিষ্পত্তি করবে ইসি।

Bootstrap Image Preview