Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শমসের মুবিন চৌধুরী ও ইয়াহইয়া চৌধুরী ভূমিহীন

সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:০৫ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:১১ PM

bdmorning Image Preview


সিলেট-৬ আসনে বিকল্প ধারার প্রার্থী শমসের এম চৌধুরী ও সিলেট-২ আসনে বর্তমান সংসদ সদস্য মো. ইয়াহইয়া চৌধুরী নিজেদেরকে মনোনয়নপত্রে ভূমিহীন বলে উল্লেখ করেছেন।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিকল্প ধারার প্রার্থী সাবেক রাষ্ট্রদূত শমসের এম চৌধুরী পেশায় চাকরিজীবী। এ প্রার্থী বিস্ফারক দ্রব্য আইনে তিন মামলার আসামি। এর মধ্যে দু’টি বিচারাধীন। বার্ষিক আয় ১ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার ২শ'১৫টাকা। এর মধ্যে শেয়ার/সঞ্চয়পত্রে আয় ১ কোটি ৩৭ লক্ষ, পেশায় ১৩ লক্ষ ৫০ হাজার ৫শ’ ও ব্যাংক ডিপোজিট মুনাফা ১২ লক্ষ ২ হাজার ৭শ'১৫ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১ কোটি ২০ লক্ষ ৮৯ হাজার ৭শ'৭২ টাকা, আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ ১ কোটি ৩৭ লক্ষ টাকা। শেয়ার/সঞ্চয়পত্রে বিনিয়োগ ১ কোটি ৩৭ লক্ষ টাকা। স্বর্ণালঙ্কার স্ত্রীর ৫০ হাজার টাকা। স্ত্রীর ইলেকট্রিক সামগ্রী ২ লক্ষ ও আসবাবপত্র ২ লক্ষ টাকার। হলফনামায় নিজের, স্ত্রী এবং পরিবারের জায়গা, জমির বিবরণ উল্লেখ করেননি। ভূমিহীন' এ প্রার্থীর দায়-দেনাও নেই।

অন্যদিকে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বর্তমান সংসদ সদস্য মো. ইয়াহইয়া চৌধুরীর রয়েছে ব্যবসা  প্রতিষ্ঠান দেশ ফিশারিজ এন্ড এগ্রো ইন্ড্রাস্টিজ'।

এজহারে তিনি উল্লেখ করেছেন তার বার্ষিক আয় ১২ লক্ষ ৯৫ হাজার টাকা। এর মধ্যে ব্যবসায় ৬ লক্ষ ৩৫ হাজার এবং এমপির সম্মানীভাতা ৬ লক্ষ ৬০ হাজার টাকা। নগদ টাকা আছে ১৭ লক্ষ ৬৬ হাজার ৩শ'৬৪ টাকা, ব্যাংকে জমা ৪ হাজার ২৮২ টাকা, ৬৩ লক্ষ ৯৭ হাজার ৭শ'৯৮ টাকা মূল্যের একটি মোটর গাড়ি রয়েছে তাঁর। স্বর্ণালঙ্কার এক লক্ষ টাকার। ইলেকট্রনিক সামগ্রী ১ লক্ষ ও আসবাবপত্র রয়েছে এক লক্ষ টাকার। স্থাবর সম্পদ নেই ইয়াহহিয়ার। 

হলফনামার তথ্য অনুযায়ী বর্তমান এই সংসদ সদস্য ও তাঁর স্ত্রী পরিবারের কারও জায়গা জমি নেই। ভূমিহীন' এ প্রার্থীর বিরুদ্ধে মামলা নেই, নেই কোন ব্যাংক দেনা।

Bootstrap Image Preview