Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাঁদা না দেয়ায় কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:৫১ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:৫১ PM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে চাঁদা না দেওয়ায় মো. মোতাহার হোসেন নামে এক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে, ভীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আলী মন্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (১ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে উপজেলার নওহাটা মোড় এলাকার মাঠে। এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে সম্প্রতি মহাদেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আলী মন্ডল ও তার ভাই আবুল কাশেম মন্ডল এবং চেরাগপুর ইউনিয়নের বাগধানা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এনামুল হক ওরফে আলীসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন যাবত চৌমাসিয়া গ্রামের কৃষক মো. মোতাহার হোসেনের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা শনিবার সকালে চৌমাসিয়া মৌজার ৩৮ নং হাল খতিয়ানের ৮৪৫ নং হাল দাগের ২৫ শতাংশ জমির রেপা আমন ধান কেটে নিয়ে যায়।

এসময় ওই কৃষক ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

অভিযোগ অস্বীকার করে ভীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আলী মন্ডল বলেন, আমাকে ফাঁসানোর  চক্রান্ত চলছে। যে ধান লাগিয়েছে সে কেটে নিয়ে গেছে।

অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, তদন্ত চলছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Bootstrap Image Preview