Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরার দুটি আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৬ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৬ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে অসম্পন্ন মনোনয়ন ফরম জমা দেয়ায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে ৩ জন মাগুরা-১ আসনের ও ১ জন মাগুরা-২ আসনের।

বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন, মাগুরা-১ আসনের গণফোরামের ডা. মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, মাগুরা-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া খন্দকার মেহেদী আল মাসুদের মনোনয়ন বাতিল হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আলী আকবর তার সম্মেলন কক্ষে আজ রবিবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফইজুল মোল্যা জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক নমুনা হিসেবে ১০টিস্বাক্ষর দ্বৈবচয়নের ভিত্তিতে ১০ জন করে ভোটারের নাম ঠিকানাসহ স্বাক্ষর যাচাই-বাছাইয়ের নির্দেশনা রয়েছে। সে অনুসারে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সরজমিন তদন্তে একাধিক নামের তালিকায় গড়মিল ও স্বাক্ষর অস্বীকার করার সত্যতা পাওয়ায় এ দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া অসম্পন্ন মনোনয়ন পত্র জমা দেয়ায় মাগুরা-১ ও ২ আসনের দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসন থেকে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রবিবার তা যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

Bootstrap Image Preview