Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

'বিজয়ের মাসে পরিচ্ছন্ন কোম্পানীগঞ্জ গড়ি' স্লোগানকে ধারণ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ও বসুর হাট পৌর প্রশাসনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বসুরহাট জিরো পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এ সময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম, পৌর কাউন্সিলর হারুন অর রশীদ শাহেদ, মানবাধিকার ব্যক্তিত্ব বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

এ দিকে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সার্বিক সহায়তায় পরিছন্নতা অভিযানটি জিরো পয়েন্ট উদ্বোধনের পর কয়েকটি ভাগে ভাগ হয়ে বসুরহাট পৌরসভার বিভিন্ন রাস্তা পরিষ্কারে নেমে পড়েন। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সড়কের দু'পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার কাজে অংশ নেন। এ অভিযানটি পর্যায়ক্রমে বিভিন্ন স্কুল-কলেজেও চলবে বলে জানান কতৃপক্ষ।

Bootstrap Image Preview