Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপি’র মনোনয়নপত্র জমা দিলেন চাচা-ভাতিজা

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৮:০৫ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৮:০৫ PM

bdmorning Image Preview


ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)’র মনোনয়নপত্র পেলেন চাচা সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খুররম খাঁন চৌধুরী ও তাঁরই আপন ভাতিজা তথ্য ও প্রযুক্তিবিদ ইয়াসের খাঁন চৌধুরী।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে পৃথক পৃথকভাবে মনোনয়ন পত্র দাখিল করেন।

চাচা খুররম খাঁন চৌধুরী ময়মনসিংহ উত্তর জেলার বিএনপি’র আহ্বায়ক। ইতিপূর্বে নান্দাইল থেকে তিনবার ও ঈশ্বরগঞ্জ থেকে একবার এমপি নির্বাচিত হন। অপরদিকে ভাতিজা ইয়াসের খাঁন চৌধুরী একজন তরুন্যদীপ্ত বিএনপি নেতা। তিনি সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ারুল হোসেন খাঁন চৌধুরীর একমাত্র পুত্র।

তাঁরা দু'জনই বিএনপি’র দলীয় মনোনয়ন পত্র হাতে পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীসহ নান্দাইল আসনের সকল দলীয় নেতাকর্মী ও জনগণের কাছে দোয়া চেয়েছেন।

পাশাপাশি ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।  

Bootstrap Image Preview