Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফায়ার সার্ভিসের অগ্নিনিবারকে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৩৮ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৩৮ PM

bdmorning Image Preview


জীবননগরে বাসা-বাড়িতে আগুন ও রান্না ঘরের গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে অগ্নিনিবারকে করনীয় বিষয় নিয়ে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলার মনোহরপুর আবাসলে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা সচেতনতার জন্য দুর্ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া ও হাসপাতালে পাঠানোর মহড়া দেন। ফায়ার সার্ভিসের অগ্নিনিবারক ও উদ্ধারকারী দল এবং প্রাথমিক চিকিৎসা দল মহড়া চলাকালীন সময়ে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি প্রতিরোধ ও নিবারক, সড়ক দুর্ঘটনা থেকে উদ্ধারসহ তাদের বিভিন্ন কর্মকাণ্ড প্রদর্শন করে।

এদিকে সকালে উচ্চ শব্দে সাইরেন বাজাতে ফায়ার সার্ভিসের ইউনিট মনোহরপুর আবাসন এলাকায় ছুটে গেলে স্থানীয় লোকজনের অনেকেই সেখানে ভিড় জমায়। কেউ কেউ ভেবেছিলেন কোনো দুর্ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ পরই তাদের সব ভুল ভেঙ্গে যায়। ততোক্ষণে সকলের কৌতুহল ভেঙ্গে বুঝতে পারে এটা নিছক সাজানো দুর্ঘটনামাত্র।

এদিকে মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন অগ্নিনিবারক এ জনসচেতনামূলক মহড়ার ব্যবস্থা করায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালকককে সাধুবাদ জানায়। 


 

Bootstrap Image Preview