Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-১ আসনে মনোনয়ন জমা দিলেন সালমান এফ রহমান 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১২:৩০ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার  (২৮ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তোফাজ্জল হোসেনের কার্যালয়ে নিজেই উপস্থিত থেকে এ মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক গণপরিষদ সদস্য আবু মোঃ সুবেদ আলী টিপু, সাবেক এমপি হারুণ অর রশিদ, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা ও পরিচালক (এমডি) মো. নূর আলী, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা মমতাজ উদ্দিন আহম্মেদ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বেক্সিমকো গ্রুপের পরিচালক সায়ান আহমেদ প্রমুখ।

মনোনয়ন পত্র জমা শেষে সালমান এফ রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। তাই আপনারা এখন থেকেই নৌকার জন্য কাজ শুরু করুণ। যেমন করেই হোক নৌকার বিজয় উপহার দিয়ে দেশের উন্নয়ের কা-ারি শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

এসময় মনোনয়ন পত্র জমা শেষে সালমান এফ রহমানের শুভাকাঙ্খী ও সফর সঙ্গী ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা ও পরিচালক (এমডি) মো. নূর আলী বলেন, আমার জন্ম এ এলাকায়। আমি এ এলাকা থেকে ২০০১ সালে নির্বাচন করেছি। রাজনৈতিক ক্ষমতার কারণে পাশ করেও পাশ করতে পারিনি। আজ আমার বড় ভাই দেশ বরেণ্য শিল্পপতি সালমান এফ রহমানকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন এতে আমরা খুব আনন্দিত।

নূর আলী আরো বলেন, আপনার যারা আমার সাথে রাজনীতি করেছেন তারা একটা কথা মনে রাখবেন সালমান এফ রহমান ও আমি একই সুতয় গাথা। তাকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। তাই আপনারা কোনো ব্যক্তির রাজনীতি না করে কি ভাবে ঢাকা-১ আসনে নৌকার বিজয় রচনা করা যায় সে লক্ষ্যে কাজ করুণ। আপনারা প্রমান করে দিন দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসন আওয়ামী লীগের ঘাটি ছিলো এবং এখনো আছে।

Bootstrap Image Preview