Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ শুরু

এস.কে নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:২৬ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:২৬ PM

bdmorning Image Preview


বান্দরবানে 'প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুরু হয়েছে, পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ।

শনিবার (২৪ নভেম্বর) সকালে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাকক্ষে সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডা. অং সুই প্রু, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ অংচালু, জেলা কনসালট্যান্ট ডাঃ নুরুস সাফা চৌধুরী, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ কামরুল মনিরসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্টানে বক্তারা বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদানে উদ্বুদ্ধ এবং সেবা প্রদানকারীদের গুণগত সেবা প্রদানের লক্ষে বিলবোর্ড স্থাপনের মাধ্যমে নানা বিষয় তুলে ধরেন। এছাড়াও স্বাস্থ্যবিভাগ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর গতিশীল নেতৃত্বে সিটি কর্পোরেশনসহ সারাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করার লক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় বিভাগের সাথে সমন্বিতভাবে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। 

পরে বান্দরবানের চিকিৎসা সেবাকে আরো এগিয়ে নেওয়ার লক্ষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত একটি গাড়ি প্রদান করা হয়। 
 

Bootstrap Image Preview