Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে মহা পিন্ডদানের মধ্যদিয়ে শেষ হল কঠিনচীবর দানোৎসব

এস.কে. নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১১:৩০ AM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১১:৩০ AM

bdmorning Image Preview


বান্দরবানে মহা পিন্ডদানের মধ্যদিয়ে শেষ হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিনচীবর দানোৎসব।

আজ শুক্রবার সকালে এই পিন্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বড়ুয়া সম্প্রদায়ের ভিক্ষুসহ বিপুল সংখ্যক দায়ক-দায়িকা তিনমাস বর্ষাবাসের পর গত পূর্ণিমা থেকে কঠিনচীবর দানোৎসব শুরু করেন। জেলার ৭টি উপজেলায় পাড়ায় পাড়ায় ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে ছিল মাস ব্যাপী এ উৎসের শেষ দিন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের উদ্যোগে রাজারমাঠ প্রাঙ্গনে প্রধান সড়কের ওপর সারিবদ্ধভাবে নির্মিত বর্ণাঢ্য পিন্ডদান অনুষ্ঠানে শহরের বিভিন্ন বৌদ্ধ বিহারের তিন শতাধিক ভিক্ষু পদযাত্রা করেন এবং তারা পিন্ডদান অনুষ্ঠান থেকে রকমারী দান গ্রহণ করেন। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং তার সহধর্মীনি মেহ্লা প্রুসহ সর্বস্তরের বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষ দান উৎসর্গ করেন। 

উক্ত পিন্ডদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. অংশৈপ্রু চৌধুরী এবং স্থানীয় পাহাড়ী নেতৃবৃন্দরা। প্রতিবছরের মত এবারও পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শহরে কঠিনচীবর দানোৎসব শেষে পিন্ডদান করা হয়। 

Bootstrap Image Preview