Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে চেয়ারম্যানের ভাই নিহত, আহত ১৫

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৭:২২ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৭:২২ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আনোয়ার কাজি (৬৩) নামের এক ব্যাক্তি নিহত ও অপর ১৫ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার ভাটিপাড়া গ্রামে জলমহালের মালিকানা নিয়ে দু-পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনাটি ঘটেছে।নিহত আনোয়ার কাজি উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ভাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কাজী এবং তার চাচাতো ভাই সানোয়ার কাজীর মধ্যে তাদের পূর্ব পুরুষদের নিকট থেকে উওরাধিকার সূত্রে পাওয়া ছোট একটি জলমহালের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো। 

ওই জলমহাল নিয়ে বেশ কয়েকবার এলাকার গণ্যমান্য লোকজন শালিশ বৈঠক করলেও উভয় পক্ষই তা মানেনি। আজ বুধবার নিজ বাড়িতে এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

ঘণ্টাব্যাপি সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই সানোয়ার কাজীর বড় ভাই আনোয়ার কাজী নিহত ও ১৫ জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানার ওসি মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে জেলা সদর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview