Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৯:০৯ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৯:০৯ PM

bdmorning Image Preview


মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

জীবননগরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৩ টায় জীবননগর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, আবু মো. আব্দুল লতিফ অমল।

এ বছরের সেবা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় 'প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি' ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এ সেবা ও প্রচার সপ্তাহ কার্যক্রম চলবে।

এ্যাডভোকেসী সভায় সেবা সপ্তাহের লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়ে বিস্তারিত ব্যখ্যা দেন ডা. মাহমুদা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু ,যুগ্ন সম্পাদক জাহিদ বাবু সহ এ্যাডভোকেসী সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকগণ।

Bootstrap Image Preview