Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্রীন লাইফের আইসিইউতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৬:৩০ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৬:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে ডেঙ্গুতে আক্রান্ত রাব্বানীকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপু‌রে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপসম্পাদক শফিকুল আলম রেজা।

তিনি জানান, আজ রাব্বানীর শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১২টায় আইসিইউতে নেওয়া হয়। এখন তিনি স্কয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলী হাসানের তত্ত্বাবধায়নে আছেন। গোলাম রাব্বানীর বাবা এম এ রশিদ আজাদ ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শফিকুল আলম আরও জানান, সোমবার জ্বর হলে দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে।ত্রদলের সহ-সভাপতি মাহাবুবুল আলম।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই গোলাম রাব্বানী ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তার সঙ্গে সভাপতি হন কুড়িগ্রামের রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

Bootstrap Image Preview