Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ইবতেদায়ীর সমাপনীতে ৫ ভুয়া পরীক্ষার্থী আটক

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৩:১৪ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৩:১৪ PM

bdmorning Image Preview


মাদারীপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও সমমান ইবতেদায়ী পরীক্ষা দিতে আসা ৫ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটকরা হল— ফারজানা, ডলি, সাদিয়া, সুমাইয়া ও খুকু মনি। 

রোববার জেলার সদর উপজেলার তাঁতীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটকরা সদরের উত্তর বড় বাড্ডা ও বড় মেহের মাদ্রাসার শিক্ষার্থীদের হয়ে ইবতেদায়ী পরীক্ষা দিতে এসেছিল।

জেলার সদর উপজেলার তাঁতীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার পরে একজন শিক্ষার্থীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাকে ভুয়া পরীক্ষার্থী বলে সনাক্ত করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী ওই কেন্দ্র থেকে আরো চারজনকে আটক করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুউদ্দিন গিয়াস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।তিনি বলেন, পিএসসি পরীক্ষা দিতে আসা ৫জন ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। পরক্ষণে তাদের ভবিষ্যতের কথা ভেবে মুচলেখা নিয়ে স্কুল শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

Bootstrap Image Preview