Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় নির্বাচন করছেন না সোহেল তাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ১০:৫৭ AM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ১০:৫৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক তাজউদ্দীন আহমদের একমাত্র ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না।

জানা গেছে, তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তবে নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং নৌকার হয়ে প্রচারণা চালাবেন। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব আবু কাউছার।

সম্প্রতি সোহেল তাজ তার এক বক্তব্যে বলেছেন, আমি আছি, থাকব। রাজনীতি না করলেও আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও আমার পিতা তাজউদ্দীনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব। । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। সেই ধারাকে ধরে রাখতে আমরা নৌকায় ভোট দেব।

উল্লেখ্য, সোহেল তাজ ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। পরে একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

 

Bootstrap Image Preview