Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তরুণদের সেচ্ছাশ্রমে নির্মাণ হল ১৫১ ফুট সাঁকো

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর(চুয়াডাঙ্গা )প্রতিনিধি
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৪:০৪ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৪:০৪ PM

bdmorning Image Preview


কেউ নগদ টাকা, কেউ বাঁশ, আবার কেউবা দিয়েছে কায়িক শ্রম। এভাবেই কিছু তরুণের সেচ্ছাশ্রমে নির্মাণ হল চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাবপুর ও জীবননগর পৌর সভার ৮নং ওর্য়াড আঁশতলা পাড়ার ভৈরব নদের ওপর  ১৫১ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো। দুই গ্রামবাসী, স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য এ সাঁকো নির্মাণ করা হয়েছে। সাঁকোটির নামকরণ করা হয়েছে ভৈরব সাঁকো। 

২ নভেম্বর এই সাঁকো নির্মাণ কাজ শুরু হয়। সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের উদ্যোগে এবং অ্যাকটিভ সিটিজেনের সহযোগিতায় এ সাঁকো নির্মাণ হয়।

শুক্রবার সকাল ১০টার সময় আনুষ্ঠানিক ভাবে ভৈরব সাঁকো উদ্বোধন করেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম,পৌর কাউন্সিলার হযরত আলী, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী কামরুজ্জামান যুদ্ধ, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা রাজিব হোসেন রাজু, জাইকার প্রতিনিধি আহসান হাবিব, মহিলা নেন্ত্রী রেনুকা আক্তার রিতা, সাজেদা খাতুন, বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্ঠা চাষী রমজান, সভাপতি সামিউল ইসলাম,সহ-সভাপতি শুভ, বন্ধু রক্তদান কেন্দ্র ও অ্যাকটিভ সিটিজেনের উপজেলা দলনেতা মিঠুন মাহমুদসহ বন্ধু রক্তদান কেন্দ্রের  ও অ্যাকটিভ সিটিজেনের সদস্য মাসুদ, মুরাদ, মফিজুল ইসলাম, ফরিদ হোসেন, রকি, রবিন, ইব্রাহিম, জয়, হুসাইন, রনি, পাপ্পা, প্রিন্স, আলিম, ইমন, জান্নাত, লাবনি, ঐশ্বর্য সাহা, কল্পনা, মিম, বর্না, পুস্প, গঙ্গাদাশপুর যুব সংগঠনের শাহিন কবির, আরুক হোসেনসহ  সকল সদস্যগন উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview