Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ৫শ' বোতল ফেনসিডিল উদ্ধার

এইচ এম নৌরভ, কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৮:১০ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৮:১২ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে ৫শ' বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।  

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সীমান্ত এলাকার হাজরাপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফুলবাড়ী থানায় এসআই কমল কিশোর ঘোষ বাদী হয়ে, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি ধারায় একটি মামলা দায়ের করেছেন, যার মামলা নং (১৪)।

ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে এসআই কমল কিশোর ঘোষ, এএসআই সাব্বির হোসেন, এএসআই সুফিয়ান ও এএসআই গোলাম মোস্তফাসহ সঙ্গিয় ফোর্স এলুয়াড়ী ইউনিয়নের হাজরাপুর এলাকায় ওৎ পেতে থেকে একটি চোরাকারবারীর দলকে ধাওয়া করে।

চোরাকারবারী দলটি পুলিশের ধাওয়া খেয়ে তাদের সাথে থাকা ৫টি প্লাষ্টিকের বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। চোরাকারবারীদের ঐ বস্তা তল্লাশি করে আমদানী নিষিদ্ধ ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

Bootstrap Image Preview