Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে কৃষকদের মাঝে ১৮ লক্ষ টাকার কৃষি উপকরণ বিতরণ  

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৫ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০১৮-২০১৯ রবি মৌসুমে বোরো, গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম, খেসাড়ি, ফেলন খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগডাল এবং তিল চাষে জন্য ১৩শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রণোদনার লক্ষ্যে বিনামূল্যে প্রায় ১৮ লক্ষ টাকার বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৪ নভেম্বর) এসব বীজ ও সার বিতরণ করা হয়।

নান্দাইল উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিন জানান, ভূট্টা চাষী ১১ শত ৫ জন, বোরো চাষী ২৫০ জন ও সরিষা চাষী ৩৫ জন আছে। প্রত্যেক চাষীদের মাঝে বীজ, ডিএপি সার ও এমওপি সার উপজেলা সদর কৃষি অফিস থেকে বিতরণ করা হয়।

তিনি আরো জানান, ইউনিয়ন কৃষি কমিটির মাধ্যমে (যার সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের তালিকা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে বিপুল সংখ্যক কৃষক উপস্থিত হয়ে লাইন দিয়ে কৃষি সামগ্রী নিতে দেখা গেছে। 

Bootstrap Image Preview