Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৮:৫৮ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৫৩ PM

bdmorning Image Preview


হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধি:

ছাতকে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ধান, ভুট্টা ও সরিষা বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে এসব বীজ ও সার আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলতাব হোসেন ও ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ।

বক্তব্য রাখেন- উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদ্মমোহন সিংহ, আওয়ামী লীগ নেতা কৃষক এম এ কাদির প্রমুখ।

সভা শেষে উপজেলা ৫১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রতিজনকে বিনামূল্যে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি ধান বীজ, ২ কেজি ভুট্টা বীজ ও ১ কেজি করে সরিষা বীজ প্রদান করা হয়।

কৃষকদের উদ্দেশ্যে কর্মকর্তা কেএম বদরুল হক বলেন, কৃষি প্রনোদনার বীজ সময় মত বপন করলে এবং সথা সময়ে সার ও পরিচর্যা করলে ফলন অত্যন্ত ভাল হবে। চলতি রোপা-আমন ধানের ফসল খুবই সন্তোষজনক বলে উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর এই প্রথমবারের ছাতক উপজেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ন।

উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, এ দেশের মাটিতে কোন অলসতা নেই। রোপন করলেই ফসল হয়। আর লাভজনক ফসল উৎপাদন করতে ভাল বীজ ও সার ব্যবহার করে পরিচর্যার প্রয়োজন। 

Bootstrap Image Preview