Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলেন ইউএনও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৮:২৫ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৮:২৫ PM

bdmorning Image Preview


সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ অবৈধভাবে নব-নির্মিত একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান।

আজ বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার রামপুর নামক স্থানে অবৈধভাবে নব-নির্মিত এ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

রামপুর এলাকার জনৈক আব্দুল গফুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ উপেক্ষা করে, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই ভুয়া তথ্য ও জাল সনদে উর্বর কৃষি তিন ফসলি জমি জনবসতিপূর্ণ এলাকায় বাগানের পার্শ্বে 'বাবা ব্রিক্স প্রোঃ রুমি আক্তার’ নামে এ অবৈধ ইটভাটা নির্মাণ করেছিলেন।

বনের দুই কিলোমিটারের মধ্যে ইটভাটা থাকা অবৈধ। আব্দুল গফুর স্থানীয় কিছু প্রভাবশালীদের মদদে সকল প্রকার নিষেধ উপেক্ষা করে ভাটাটি নির্মাণ করেছিলো বলে জানান চরকাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার।

ভাটাটি নির্মাণ বন্ধে একাধিকবার অভিযান চালিয়ে বন্ধ করা হয়েছিল। আজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুলিশ, বন বিভাগ এবং ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের সহযোগিতায় ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও মশিউর রহমান।

তিনি আরো বলেন, এখানে নতুন করে আর কোন অবৈধভাবে ইটভাটা স্থাপন করতে দেওয়া হবেনা।
 

Bootstrap Image Preview