Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'১২ নভেম্বর' উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত

   রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:২০ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:২১ PM

bdmorning Image Preview


১৯৭০ এর ১২ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড় স্বরণে দিনটিকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

'উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি' এ প্রতিপাদ্যে গত সোমবার (১২ নভেম্বর) বিকালে উপজেলা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রগতির হল রুমে কোষ্টাল জার্নালিস্ট ফোরাম শ্যামনগরের সাধারণ সম্পাদক রনজিৎ বর্মনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলবায়ু পরিষদ শ্যামনগরের সভাপতি, সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিন।

সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্নিঝড় উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায়। যার নাম দেওয়া হয়েছিল ভোলা সাইক্লোন। বহু মানুষ প্রাণ হারান। বাংলাদেশে এত বড় ঘূর্ণিঝড় আর কোন সময়ে আঘাত হানেনি। এ ঘটনায় প্রাণ ও সম্পদহানি বিবেচনায় রেখে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবি জানান সরকারের নিকট। বক্তারা “৭০ সালের ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণ করেন এবং প্রাণ হারানো ব্যক্তিদের উদ্দেশ্যে ১মিনিট নিরবতা পালন করেন।    

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী, জাসদ উপজেলা সভাপতি শেখ হারুনর রশিদ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সহ অধ্যাপক ও শ্যামনগর পাবলিক লাইব্রেরীর সম্পাদক মানবেন্দ্র দেবনাথ, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, সহ অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল, জাসদ নেতা আলতাপ হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে সভায় উপস্থিত ব্যক্তিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুজজামানের মাধ্যমে ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষণার দাবিতে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাবর স্বারকলিপি প্রদান করেন। এ সময় নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, উপজেলা  একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রমুখ।  
 

Bootstrap Image Preview