Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে শ্রীমঙ্গলে সততা স্টোরের উদ্বোধন

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৭:৪৭ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


শিক্ষার্থীদের মধ্যে সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ওই সততা স্টোরের উদ্বোধন করেন, সিলেট বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক নিরু শামসুন নাহার। সততা স্টোরের উদ্বোধন শেষে স্টোরের রক্ষিত বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী জানান, স্থাপিত এই সততা স্টোরে কোনো বিক্রেতা থাকবে না। স্টোরে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র সাধারণ দোকানের মতো এখানে সাজানো অবস্থায় থাকবে। প্রতিটি জিনিসের একটি মূল্য তালিকা টানানো থাকবে। শিক্ষার্থীরা তার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে সততা স্টোরের রেজিস্টারে তা লিপিবদ্ধ করে স্টোরে রাখা ক্যাশ বাক্সের মধ্যে নির্ধারিত মূল্য পরিশোধ করবে। কর্তৃপক্ষ নিয়মিত সততা স্টোরের বেচাকেনা, হিসাব নিকাশ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিশুকাল থেকেই অর্জন করবে সততার দীক্ষা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় হবিগঞ্জের উপ পরিচালক মলয় কুমার সাহা, সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

Bootstrap Image Preview