Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০১৯ | ৭ বৈশাখ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে ২ কোটি ১৭ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ১০:৪১ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ১০:৪১ PM

bdmorning Image Preview


সিলেটের বিশ্বনাথে ২ কোটি ১৭ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন, স্থানীয় সংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ ইয়া চৌধুরী।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজার-বন্ধুয়া-রামপাশা রাস্তা পুনঃনির্মাণ, নকিখালী-উজাইজুরী সড়ক-আটঘর ফকির বাড়ি ভায়া বিশ্বনাথ হাসনাজী সড়ক উন্নয়ন, ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও পাড়ুয়া-হাসনাজী-চাউলধনি হাওর রাস্তার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে পাড়–য়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি বলেন, এই আসনের সাবেক এমপিরা নানা উন্নয়ন কাজ করেছেন। আমি তাদের অবদানকে সাধুবাদ জানাই। তবে, সাবেক যেকোনো এমপির উন্নয়নের তুলনায় সিলেট-২ আসনে আমিই সবচে বেশি উন্নয়ন উপহার দিয়েছি। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবার যদি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করে সিলেট-২ আসনকে উন্নয়নের রোল মডেলে পরিণত করব।  

উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য আরশ আলী বাবলু, উপজেলা সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল, সুমন আহমদ সুনন, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, নাসির উদ্দিন মেম্বার, শামীম আহমদ মেম্বার, ধন মিয়া মেম্বার, রুবেল আহমদ আফজল, শফিক আহমদ পিয়ার প্রমুখ।

 

Bootstrap Image Preview