Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে বাংলাদেশি রাখালকে বিএসএফের গুলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৬:৫০ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৬:৫০ PM

bdmorning Image Preview
প্রতীকী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরুর রাখাল গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার জহুরপুর টেক সীমান্তের ওপারে ভারতের পিরোজপুর ক্যাম্পের জওয়ানরা এ ঘটনা ঘটায়। গুলিবিদ্ধ ফটিক (৩০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙার আব্দুল লতিফের ছেলে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকসহ আরো কয়েকজন তিন দিন আগে গরু আনতে ভারতে যায়। বুধবার রাতে গরু নিয়ে বাড়ি ফেরার সময় ভারতের পিরোজপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা কুতুবপুর বাওড়া ঘাট এলাকায় তাকে গুলি করে। এ সময় তার সাথীরা গুলিবিদ্ধ অবস্থায় ফটিককে বাড়িতে নিয়ে আসে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এখলাসুর রহমান জানান, সীমান্তের গুলিতে একজনের আহত হওয়ার বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি জানতে চেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগের জন্য চেষ্টা করা হলেও তারা এতে সাড়া দেয়নি।

Bootstrap Image Preview