Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৩:০২ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৩:০২ PM

bdmorning Image Preview


শরীয়তপুর দাসার্ত্তা গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে সালাউদ্দিন (৩৯) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে সদর উপজেলার দার্সাত্তা গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে। নিহত সাগর গোসাইরহাট উপজেলার ভোগকাঠি গ্রামের আলী আহম্মেদ হাওলদারের ছেলে। তার বিরুদ্ধে ৬টি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ আরও জানায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার একটি প্যানেল কোর্ট ফৌজদারী কার্যবিধি মামলার আসামী সালাউদ্দিন ওরফে সাগর ওরফে কামাল ওরফে আসলাম মঙ্গলবার দুপুরে জাজিরার কাজিরহাট এলাকা থেকে ওই ডাকাতাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার তথ্য অনুযায়ী সালাউদ্দিনকে নিয়ে রাত দেড়টার দিকে শহরের দাসার্ত্তা গ্রামের মসজিদের দক্ষিণে পুকুরের পাশের বাগানে অস্ত্র উদ্ধারে যায় পালং মডেল থানা পুলিশ। এসময় দাসার্ত্তা গ্রামে ওঁত পেতে থাকা সালাউদ্দিনের সংঘবদ্ধ ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ডাকাতরা পিছু  হটলে সালাউদ্দিনকে পড়ে থাকতে দেখে পুলিশ।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সালাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

গোলাগুলিতে আরও ৪ জন আহত হয়। তারা হলো- পালং মডেল থানার এসআই (নিঃ) এস্কেন্দার, এএসআই (নিঃ) শেখ নাছিম, কনস্টেবল-৪৯৯ মো. মিরাজ হোসেন ও কনস্টেবল-৬৩৫ মো. সাদ্দাম হোসেন।
 

Bootstrap Image Preview