Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১০:৪২ AM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১০:৪২ AM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাটিরাঙ্গা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন প্রধান অতিথির বক্তব্যে, শিক্ষার্থীদের পড়ালেখাসহ খেলাধুলা, শরীরচর্চা এবং সৃজনশীল চিন্তাভাবনার প্রতি দৃষ্টিরাখার জন্য সকল অভিভাবকদের এবং শিক্ষকদের আরো যত্নশীল হয়ে শ্রেণিকক্ষে পাঠদানের জন্য আহ্বান জানান।  

তিনি বলেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে অভিভাবক শিক্ষকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদেরকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকদের মধ্যে কোন প্রকার বিভক্তি থাকবে না, শিক্ষকদের মধ্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্ঠা আলোর মুখ দেখবে না আর শিক্ষার মান উন্নয়নের শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়ালেখা করতে হবে। নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে। সঠিকভাবে পাঠদানে শিক্ষকদেরকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদেরকে ভয়ভীতি দেখিয়ে নয়, ভালোবেসে পড়ালেখায় উদ্বুদ্ধ করতে হবে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত প্রকল্পে মাটিরাঙ্গা উপজেলাধীন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মাটিরাঙ্গা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: এরশাদ আলী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কমল জ্যোতি চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মাটিরাঙ্গা শাখার সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র ত্রিপুরা, সিনিয়র সহ-সভাপতি শামীমা আক্তার, দফতর সম্পাদক বীর লাল ত্রিপুরা, সাহিত্য সম্পাদক ফারুক খান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মাটিরাঙ্গার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক অভিভাবক উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview