Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ১ ভারতীয় নাগরিকসহ ৫ জন আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১১:৫৭ AM

bdmorning Image Preview


সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে ১ ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২ নভেম্বর) সকাল ১১টায় বান্দরবানের অন্যতম পর্যটন স্পট নীলগীরীতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, গতকাল সকালে ৫ সদস্যের একটি দল বান্দরবানে পর্যটন এলাকা নীলগিরিতে ঘুরতে গেলে প্রবেশের টিকেট নেওয়ার সময় ভারতীয় নাগরিক মোনালিসা ভট্টাচারিয়ার কথা শুনে একটু সন্দেহজনক হলে তাৎক্ষনিক নীলগীরিতে দায়িত্বরত সেনাবাহিনী মোনালিসা ভট্টাচারিসহ তার সাথে থাকা বাংলাদেশি ৪ নাগরিককে আটক করে বান্দরবান সদর থানায় সোপর্দ করে।

আটককৃত ব্যক্তিরা হলেন- ভারতের নাগরিক মোনালিসা ভট্রাচারিয়া ও বাংলাদেশের নাগরিক মো: রেজা হোসেন, মো: মেহেদি হাসান, মো: আনোয়ারুল হক, এবং মো: রফিকুল ইসলাম। বর্তমানে আটককৃত সকলকে বান্দরবান সদর থানার হেফাজতে আছে। 

গত এক সপ্তাহে তথ্য গোপন করে বান্দরবান ভ্রমনের সময় এরকম আরো ৭ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তবে পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়। আর তথ্য গোপন করে বিদেশীদের ভ্রমন বেড়ে যাওয়ায় প্রশাসন চেকপোস্টগুলোতে তল্লাশি বাড়িয়েছে।

এই বিষয়ে ভারতীয় নাগরিক মোনালিসা ভট্রাচারিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, আমি অফিসের কাজে চট্টগ্রাম এসেছি। আমি একজন ইঞ্জিনিয়ার। বাংলাদেশে কোনদিন আসেনি তাই চট্টগ্রামের কাছাকাছি বান্দরবান পর্যটন এলাকায় কলিকদের সাথে বান্দরবানের ঘুরতে এসেছি। বান্দরবানে প্রবেশকালে রেইছা চেক পোষ্টে যে অনুমতি চেয়ে নামটি এন্ট্রি করতে হয় তা আমি জানতাম না। জন্য প্রশাসন বিভাগের সকলের কাছে নিজের ভুল স্বীকার করেছেন।
  
এই বিষয়ে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, বান্দরবান শহরে প্রবেশ করার জন্য বান্দরবান কেরানীরহাট সড়কের রেইছা ও রাঙ্গামাটি কাপ্তাই সড়কের ডলুপাড়া এলাকায় দুটি চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্টে বান্দরবানে আসা বিদেশী নাগরিকদের বিষয়ে তথ্য যাচাই বাছাই করা হয়।

তিনি আরো বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া কোনো বিদেশী নাগরিক পার্বত্য এলাকায় প্রবেশ করতে পারেনা। কিন্তু বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের লোকজন বাংলা ভাষায় কথা বলায় তাদের বিষয়ে তথ্য যাচাই করা কষ্টকর। অনেক সময়ে তারা ঝামেলা এড়াতে চেকপোস্টগুলোতে তথ্য না দিয়েই পার্বত্য এলাকা ভ্রমন করেন। এ বিষয়টি এখন প্রশাসনের নজরে এসেছে। সব চেকপোস্টগুলোতে এখন বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। অধিকতর যাচাই বাছাই করা হচ্ছে। তবে গাড়ি তল্লাশি বা তথ্য যাচাই বাছাই করার সময় সাধারন মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০ অক্টোবর পর্যটন কেন্দ্র নীলগিরি থেকে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার মাজেদুল হক মন্ডল, নজরুল হক মন্ডল, কলকাতার বিবি ফরিদা, আসমিফ মন্ডল, আমিনা মন্ডল, মহিউদ্দিন মোল্লা ও সাহিল হোসাইনকে আটক করে সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যরা।

পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং বান্দরবান জেলার বাইরে পাঠিয়ে দেয়া হয়। তারা বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা ইমনুর রহমানের সহযোগিতায় তথ্য গোপন করে বান্দরবানে বেড়াতে এসেছিল। আর তাই বান্দরবান জেলা শহরের প্রবেশপথের সবকটি চেকপোস্টে তল্লাশি বাড়িয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

এদিকে চেক পোস্টগুলোতে তথ্য যাচাই বাছাই বেড়ে যাওয়ায় সাধারন যাত্রীরা হয়রানিতে পড়ছেন বলে অনেকে অভিযোগ করেছেন।
 

Bootstrap Image Preview