Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপকরণের অভাবে হারাতে বসেছে পাটি তৈরি শিল্প

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:১৪ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:১৫ PM

bdmorning Image Preview


পাটি তৈরি করে জীবিকা নির্বাহ করা আমাদের বাপ-দাদার আমলের পেশা ছিল। এখন আমি পাটি তৈরি করে জীবিকা নির্বাহ করি।অভাবে কারণে আমরা কোনোমত এ পেশাটাকে ধরে রেখেছি। তবে কাঁচামালের অভাবে বর্তমানে এই পেশা ধরে রাখা সম্ভব হচ্ছে না। উচ্চমূলে এ সকল উপকরণ ক্রয় করে বাজারে বিক্রি করতে গেলে ন্যায্য মূল পাওয়া যায় না। কথাগুলো জানান জামুন নয়াবস্তি গ্রামের হস্তশীল্পের কারিগর রহিম।

তিনি বলেন, বর্তমানে বাজারে একটি বড় পাটি মূল ৫৫-৬০ টাকা, মাঝাড়ি সাইজের পাটি ৪৫-৫০ টাকা, এবং ছোট পাটি ৩০-৩৫ টাকায় বিক্রি হয়।

পাটি তৈরির মূল উপকরণ দেশি মথা চাষাবাদ কালক্রমে বিলুপ্ত হয়ে যাওয়ায় এখন জীবন-জীবিকা নির্বাহের জন্য ভিন্ন উপায় অবলম্বন করতে হয়। নদী-নালা ও খাল বিলে জন্মানো উদ্ভীদ হগলা (পানি মথা) নামে এক প্রকারের জলজ উদ্ভীদ দিয়ে পাটি তৈরি করে বাজারে বিক্রি করে জীবন-জীবিকা চলছে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিপুর উপজেলার আমগাঁও, জামুন, কুমারপাড়ার শতাধিক হতদ্ররিদ পরিবারগুলোর।

গত কয়েক বছর আগে এই সকল হগলা পানি মথা এমনিতেই তারা জলাশয় থেকে কেটে নিয়ে আসত। কিন্ত এখন তা হয় না। এর কারণ হিসাবে জানা গেছে, নদী-নালা ও খাল-বিলের জলাশয়ে যে সকল কৃষকের জমিতে এগুলো হয় তা টাকা ছাড়া তাদের সংগ্রহ করতে দেয় না।তাই এখন হগলা পানি মথা সংগ্রহের জন্য কৃষককে বিঘা প্রতি অগ্রীম ৪-৮ শ’ টাকা পর্যন্ত দিতে হয়।

এভাবে চলতে থাকলে একসময় গ্রাম বাংলার বাঙালী ঐতিহ্য বিলুপ্ত হয়ে পড়বে গরীব-দুখী, খেটে খাওয়া শ্রমজীবি মেহনতি মানুষকে গ্রাম-গঞ্জসহ শহর অঞ্চলের তাদের ছিন্ন কুটিরে বিছানা পত্রের অভাবে রাত্রে নিদ্রা ও বিশ্রামের জন্য সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে।

সরকারিভাবে কৃষি অধিদপ্তরের মাধ্যমে পাটি তৈরির জন্য মথার চাষাবাদের ব্যবস্থা গ্রহণ করে কৃষককে উৎসাহ প্রদান করলে এই পরিবারগুলো জীবন-জীবিকার পথ খুঁজে পাবে বলে মনে করেন তারা ।

এই ক্ষুদ্রশিল্প ও শিল্পের কারিগরদের বাঁচাতে সরকার যেন উপজেলা পর্যায়ে কৃষি অধিদপ্তরের মাধ্যমে মথা চাষের ব্যবস্থা গ্রহণ করে তার দাবিও জানান তারা স্থানীয়রা। যাতে তাদের স্বাভাবিকভাবে জীবন-যাত্রা চলার পথ সুগম হয়।

Bootstrap Image Preview