Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৮:০৫ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৮:০৫ PM

bdmorning Image Preview


সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ অংশ নেয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবানের বিভিন্ন উপজেলায় কতিপয় অসাধু ব্যবসায়ী চক্র বিভিন্ন ঝিড়ি-ঝর্না ও নদী থেকে অবাধে পাথর উত্তোলন করছে। এর ফলে বিভিন্ন ঝিড়ি-ঝর্ণার পানি শুকিয়ে বান্দরবানের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। তাই অবাধে পাথর উত্তোলন বন্ধ এবং অবৈধ পাথর উত্তোলনকারী ব্যবসায়ীদের কঠিন শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকারকর্মী জন ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য থোয়াইকো জাই চাক, মার্মা স্টুডেন্ট কাউন্সিলের সদস্য উথৈায়ইনু মার্মাসহ বিভিন্ন ছাত্র সমাজের প্রতিনিধিরা।

মানববন্ধন শেষে বক্তারা একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলমকে একটি স্মারকলিপি প্রদান করে।
 

Bootstrap Image Preview